বিশ্রামগঞ্জে চলন্ত বাসে এক এয়ার হোস্টেস তরুণীর সঙ চাঞ্চল্য ছড়াল। যদিও পুলিশের দ্রুত ও কঠোর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

এনইবিটি নিউজ ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট '২৫: বিশ্রামগঞ্জে চলন্ত বাসে এক এয়ার হোস্টেস তরুণীর সঙ্গে অশ্লীল আচরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। যদিও পুলিশের দ্রুত ও কঠোর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। জানা গেছে, বছর উনিশের ওই তরুণী আজ গৌহাটি থেকে বিমানে আগরতলা পৌঁছে সোনামুড়াগামী বাসে করে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে চলন্ত বাসেই এক যুবক একই সিটে বসে তরুণীর সঙ্গে অসভ্য আচরণ শুরু করে। ঘটনার কথা ফোনে পরিবারের সদস্যদের জানালে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে আগেই জড়ো হন তাঁর আত্মীয়রা। কিন্তু বাস পৌঁছানোর আগেই অভিযুক্ত যুবক গাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এরপর উত্তেজিত জনতার রোষে পড়ে বাসটি—ভাঙচুর হয় গাড়ির কাচ, মুহূর্তে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশ্রামগঞ্জ ও বিশালগড় থানার পুলিশ, জেলা পুলিশ সুপারও ঘটনাস্থলে যান। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যাত্রীদের থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত, তবে অভিযুক্তের খোঁজে তদন্ত জারি রয়েছে।

8/6/20251 min read

My post content