Northeast Bharat Times:মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের আন্তরিক প্রচেষ্টায় পূর্ত দফতরের উদ্যোগে দক্ষিণ জয়নগর হাওড়া নদীর উপর নড়বড়ে কাঠের সেতুটি বেইলি ব্রিজ হিসেবে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়।

দক্ষিণ জয়নগর হাওড়া নদীর উপর নড়বড়ে কাঠের সেতু দিয়ে চলাচল করা দীর্ঘদিনের সমস্যা ছিল সেই এলাকার জনগণের। যা বছরের অর্ধেক সময় নড়বড়ে অবস্থায় থাকতো । ফলে দু পারের বাসিন্দাদের চলাচলে বিঘ্ন ঘটতো। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সেতুটি সংস্কার করার। মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের আন্তরিক প্রচেষ্টায় পূর্ত দফতরের উদ্যোগে সেই সেতুটি বেইলি ব্রিজ হিসেবে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়।এক কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয় করে সেই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে দক্ষিণ জয়নগর এবং হাওড়ার অপরপ্রান্ত আইরমারা টিলা পর্যন্ত জনগণের সুবিধা হবে। সেতু নির্মাণের ফলে এখন দুপারের রাস্তা সংস্কারের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ১৬ ফুট করে রাস্তা নির্মাণ হবে যা আজ ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন কর্পোরেটর নিতু গুহ দে রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

7/28/20251 min read