NEBT Agartala, ৩০ জুলাই ২০২৫: বড়সড় গাঁজা-বিরোধী অভিযান, প্রায় ২.৮৭ লক্ষ গাঁজা গাছ ধ্বংস – যৌথ অভিযানে সাফল্য প্রশাসনের

আগরতলা, ৩০ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ৯:৩০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত একটি বড়সড় যৌথ অভিযান চালানো হয় সোনামুড়া মহকুমার বাথাদোলা গ্রাম পঞ্চায়েত এবং বিজয় নগর এডিসি গ্রাম এলাকার বনভূমিতে। এই অভিযানে মোট ১১টি গাঁজা নার্সারি প্লট থেকে আনুমানিক ২ লক্ষ ৭৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে ঘটনাস্থলেই। এছাড়াও, ওই একই অভিযানে আনুমানিক ৮ একর বনাঞ্চল জুড়ে সদ্য রোপণ করা আরও প্রায় ১২ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়। সব মিলিয়ে আজকের অভিযানে মোট ২ লক্ষ ৮৭ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২.৫ লক্ষ টাকা। এই সফল অভিযান যৌথভাবে পরিচালিত হয়েছে সোনামুড়া থানার নেতৃত্বে, যেখানে অংশগ্রহণ করে ৮১ বিএন বিএসএফ-এর বাথাদোলা, মাতিনগর ও কুলুবাড়ি বিওপি, বক্সনগর ও যাত্রাপুর বন বিভাগ, ৯ম ও ১১তম ব্যাটালিয়নের টিএসআর এবং অন্যান্য সহযোগী সংস্থাসমূহ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন অবৈধ চাষ ও পাচার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

7/30/20251 min read

My post content