ত্রিপুরার প্রথম মহিলা হিসেবে পৌঁছেছিলেন এভারেস্ট বেস ক্যাম্পে। এবার আরও এক কঠিন ও দুঃসাধ্য অভিযানে সফল হয়ে ইতিহাস গড়লেন পিয়ালী।
এনইবিটি নিউজ ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট: এভারেস্ট বেস ক্যাম্পের পর এবার ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করে ত্রিপুরার গর্ব বাড়ালেন রাজ্যের মেয়ে পিয়ালী দেব। গত বছর অক্টোবর মাসে তিনি ত্রিপুরার প্রথম মহিলা হিসেবে পৌঁছেছিলেন এভারেস্ট বেস ক্যাম্পে। এবার আরও এক কঠিন ও দুঃসাধ্য অভিযানে সফল হয়ে ইতিহাস গড়লেন পিয়ালী। রাশিয়ার ককেশাস পর্বতমালায় অবস্থিত মাউন্ট এলব্রুস ইউরোপের সর্বোচ্চ ও অন্যতম দুর্গম পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত। সেই শিখর জয় করে পিয়ালী দেব সেখানে গর্বের সঙ্গে উত্তোলন করলেন ভারতের জাতীয় পতাকা। এই সাফল্য রাজ্যের ক্রীড়া ও অ্যাডভেঞ্চার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পিয়ালীর এই কৃতিত্বে রাজ্যবাসীর মধ্যে গর্ব ও আনন্দের সঞ্চার হয়েছে। ত্রিপুরার মেয়ে যে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মানচিত্রে নিজের নাম উজ্জ্বল করতে পারেন, তা প্রমাণ করলেন তিনি। ত্রিপুরার এই গর্বিত কন্যার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে গোটা রাজ্য।
8/5/20251 min read
My post content