১০০ বছরে বৃদ্ধার জুটলো সরকারি ভাতা!
NEBT News Desk, আগরতলা, ৭ই আগস্ট: সংবাদ প্রকাশের প্রভাবে অবশেষে মিলল সহানুভূতির ছোঁয়া। চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের ধনাচড় পাড়া এলাকার ১০০ বছর বয়সী স্বামীহারা অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াল প্রশাসন ও শাসকদল। মন্ত্রী টিংকু রায়ের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁকে সরকারি ভাতা প্রদান নিশ্চিত করেন। এ ঘটনায় প্রশাসনিক দায়িত্বশীলতা ও মিডিয়ার সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন স্পষ্ট। Northeast Bharat Times
Northeast Times
8/7/20251 min read
My post content