রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন-শৃঙ্খলার অবনতি এবং স্থানীয় দাবিদাওয়া নিয়ে জনমানসে ক্রমবর্ধমান অসন্তোষের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায় নিতে হবে — এমনই মন্তব্য করলেন বিরোধী নেতা জীতেন চৌধুরী।

NEBT নিউজ ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট: রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন-শৃঙ্খলার অবনতি এবং স্থানীয় দাবিদাওয়া নিয়ে জনমানসে ক্রমবর্ধমান অসন্তোষের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায় নিতে হবে — এমনই মন্তব্য করলেন বিরোধী নেতা জীতেন চৌধুরী। তিনি বলেন, “রাজ্যের বর্তমান প্রশাসন মানুষের ন্যায্য দাবিদাওয়াগুলি উপেক্ষা করছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও জনবিক্ষোভ, অবরোধ, আন্দোলন দেখা যাচ্ছে। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।” জনগণের স্বার্থ উপেক্ষা করে সরকার যেন শুধুই প্রশাসনিক প্রচার নিয়ে ব্যস্ত, এমন অভিযোগও তোলেন তিনি। জীতেনবাবুর দাবি, এখনই ব্যবস্থা না নিলে রাজ্যের পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Northeast Bharat Times

8/7/20251 min read