মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাস্ক মনিটরিং বৈঠক, প্রশাসনিক অগ্রগতির পর্যালোচনা
আগরতলা, ৭ আগস্ট (এনইবিটি): আজ মহাকরণের কনফারেন্স হলে রাজ্যের টাস্ক মনিটরিং সিস্টেম সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দফতরসমূহকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। প্রশাসনিক গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়। Northeast Bharat Times
Northeast Bharat Times
8/7/20251 min read
My post content