ত্রিপুরার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে আজ সন্ধ্যায় আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
NEBT News Desk | আগরতলা | ৮ আগস্ট ত্রিপুরার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে আজ সন্ধ্যায় আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উত্তর ত্রিপুরার বাড়িতে ফেরার পথে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে অধ্যক্ষের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্টরাও হাসপাতালে উপস্থিত হন ও অধ্যক্ষের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রথমে অধ্যক্ষকে হাপানিয়া হাসপাতালে ভর্তি করা হলেও, পরে মুখ্যমন্ত্রীর কনভয়ে তাঁকে আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে টি.এম.সি, এ.জি.এম.সি ও আই.এল.এস হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের জানান, “অস্ত্রোপচার সফল হয়েছে, বর্তমানে অধ্যক্ষের অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের মতে আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সরকারের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে অধ্যক্ষকে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে স্থানান্তর করারও প্রস্তুতি রয়েছে। Northeast Bharat Times
Northeast Bharat times
8/8/20251 min read


My post content