দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল কালমার বাসিন্দারা
আগরতলা, ৮ আগস্ট (NEBT নিউজ ডেস্ক): দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল কালমার বাসিন্দারা বাইখোড়া থানার অন্তর্গত কালমা মথুলাসর্দার পাড়ার একটি কালীমন্দির থেকে কিছুদিন আগেই চুরি হওয়া নগদ অর্থের ঘটনায় অবশেষে দুই অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিবরণে জানা গেছে, মন্দিরে বিপদতারিণী পূজার জন্য সংগৃহীত অর্থ চুরি করেছিল এলাকার তিন যুবক। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা মিমাংসায় বসে এবং সিদ্ধান্ত হয়, তিন যুবকের কাছ থেকে ৪ হাজার টাকা করে আদায় করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী, একজন যুবক টাকা দিয়ে দেয়, তবে বাকি দুইজন নির্ধারিত সময়েও অর্থ প্রদান না করায় শুক্রবার স্থানীয়রা তাদের আটক করে উত্তম-মধ্যম দেয়। এ সময় দুই যুবকের কাছ থেকে কিছু নেশাজাতীয় দ্রব্যও উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয়রাই তাদের বাইখোড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Northeast Bharat times
8/8/20251 min read


My post content