যুবসমাজ ধ্বংসকারী দুই মাস্টারমাইন্ড হামরুজ মিয়া ও প্রদীপ বর্মন।

NEBT News Desk Agartala, 15th August: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার তীর-জোয়ার খেলা ও যুবসমাজ ধ্বংসকারী দুই মাস্টারমাইন্ড হামরুজ মিয়া ও প্রদীপ বর্মন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, তীর-জুয়া ও ব্রাউন সুগারসহ বিভিন্ন মাদকাসক্তির নেশায় এলাকায় যুবসমাজ ধ্বংসের পথে। এই পরিস্থিতিতে এলাকাবাসী একাধিকবার বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ও গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মোটর স্ট্যান্ড এলাকা থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে। সমাজ ধ্বংসকারী এই নেশা কারবারিদের বিরুদ্ধে মানুষ এতটাই উত্তেজিত যে, যেকোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

nebt@sourav

8/15/20251 min read

white concrete building
white concrete building

My post content