স্বাধীনতা দিবসের দিনেও থামলো না সড়ক দুর্ঘটনা।
NEBT-News Desk, Agartala | 15th August স্বাধীনতা দিবসের দিনেও থামলো না সড়ক দুর্ঘটনা। শুক্রবার সকালে বিশালগড় মহকুমার চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। ৭৯তম স্বাধীনতা দিবস পালন শেষে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় চতুর্থ শ্রেণির ছাত্রী সুস্মিতা নমঃ। ঘটনাস্থলেই উপস্থিত ট্রাফিক কর্মীদের সামনেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশের গাড়িতে করে আহত ছাত্রীকে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে পৌঁছান। ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনায় সিপাহীজলা জেলায় ফের শোকের ছায়া নেমে এসেছে।
Sourav @NEBT
8/15/20251 min read
My post content