স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরার লোকসভা সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাধিক দেশপ্রেমমূলক ও মানবিক কর্মসূচিতে অংশ নিলেন।

NEBT:আগরতলা, ৬ আগস্ট — স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরার লোকসভা সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাধিক দেশপ্রেমমূলক ও মানবিক কর্মসূচিতে অংশ নিলেন। দিনের শুরুতে তিনি আম্পির সরবং-এর শান্তিকালি আশ্রমে উপস্থিত হয়ে আশ্রমাধ্যক্ষ চিত্ত মহারাজের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। স্থানীয় বিদ্যালয় ও ছাত্রাবাসের ত্রিপুরা উপজাতি ছাত্রছাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় তিনি তাদের দেশগঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এরপর আম্পি টাউন হলে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে তিনি নিজে রক্তদান করে জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। বিকেলে চারিলাম মণ্ডলের উদ্যোগে তিনি তিন জন বীর সেনানীর পরিবার — প্রণব ঘোষ (টিএসআর), অজয় ঘোষ (সিআরপিএফ) ও জিতেন দেববর্মা (টিএসআর)-এর বাড়িতে যান। সেনাদের অবদান ও ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দিনব্যাপী এই কর্মসূচিগুলি স্বাধীনতা দিবসের চেতনা, সামাজিক দায়বদ্ধতা ও সশস্ত্র বাহিনীর প্রতি গভীর শ্রদ্ধার প্রতিফলন ঘটায়।

nebt@Sourav

8/15/20251 min read

white concrete building
white concrete building

My post content