২০২৫ সালের জেলাভিত্তিক যোগা কম্পিটিশন
NEBT News Desk,Agartala,15th August 25: গত কিছুদিন আগে ২০২৫ সালের জেলাভিত্তিক যোগা কম্পিটিশন হয়েছিল। আজ থেকে রাজ্যভিত্তিক শুরু হয়েছে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়। জেলাভিত্তিক প্রতিযোগিতায় যারা সিলেকশন হয়েছিলেন তারা আগামী দুদিন রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দফতরে মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় ২৭৩ জন ছাত্রছাত্রী এসেছেন। যারা এই রাজ্যভিত্তিক সিলেকশন পাবেন তারা জাতীয় স্তরে যোগা কম্পিটিশনে যাবেন বলে জানালেন মন্ত্রী টিঙ্কু রায়।
victor@nebt
8/16/20251 min read
My post content