অস্মি মজুমদার নামে ৯ বছরের শিশু কন্যা মৃত্যু

NEBT-News Desk;Agartala: বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রণদীপ ভৌমিক এর গাফিলতির কারণে অস্মি মজুমদার নামে ৯ বছরের শিশু কন্যা মৃত্যু হয় আজ । রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরকবাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অস্মি মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। ওই সময় ইমারজেন্সিতে চিকিৎসক রণদীপ ভৌমিক ছিলে। অস্মি মজুমদার এর পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায় বিষাক্ত কিছু কামড় দিয়েছে অস্মির পায়ে। চিকিৎসক রণদীপ ভৌমিক কে জানালে প্রেসক্রিপশনে WBCT রক্ত পরীক্ষা দিলে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই। হাসপাতালে ভর্তি না রেখে অস্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটা ইনজেকশন দিয়ে। প্রথমে শান্তির বাজার জেলা হাসপাতাল ও তখন রেফার করেনি ডঃ রণদীপ ভৌমিক। বাড়িতে নিয়ে আসার পর অস্মির শরীরের রং পাল্টাতে থাকলে আবার পুনরায় বাইখোরা হাসপাতালে নিয়ে আসে। তখন শান্তি বাজার জেলা হাসপাতালে রেফার দেওয়া হয়।শান্তির বাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অস্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে। রক্তের সাথে মিশে যায় পরবর্তী সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসক এনটি ব্যানাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করলে দিবি হাসপাতালে নেয়ার পর শমি অসমি মৃত্যুর মুখে ঢলে পড়ে। শুভ্রজ্যোতি মজুমদার এই হাসপাতাল থেকে অন্যত্র যাওয়ার পর বাই করা হাসপাতালটির অধঃপতন শুরু হয়। বর্তমানে রণদীপ ভৌমিক দায়িত্ব পাওয়ার পর হাসপাতালটি প্রচন্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। প্রতিটি নার্স রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে। সিএমও জ্যোতির্ময় দাস বিলোনিয়া সদর দপ্তরে থাকার কথা থাকলেও তিনি চেম্বার করার জন্য এই বাইখোরা হাসপাতালের কোয়াটারে থাকেন। একজন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাইখোরা হাসপাতালের কোয়াটারে থাকাকালীন সত্ত্বেও এই হাসপাতালটির চরম অবস্থায় দিয়ে চলতে হচ্ছে। অস্মির মৃত্যুকে কেন্দ্র করে গোটা চরকবাই এলাকা শোকের ছায়া নেমে আসে এবং চিকিৎসকের বিরুদ্ধে জনগণ গর্জে ওঠে গণ।

Sourav@nebt

8/18/20251 min read

a man riding a skateboard down the side of a ramp
a man riding a skateboard down the side of a ramp

My post content