খোয়াই জেলার তুলার শিকড় ব্লকের দিনো কোবরা এলাকা থেকে উদ্ধার হলো এক রক্তাক্ত দেহ। st

NEBT নিউজ ডেস্ক, আগরতলা | ৬ আগস্ট: খোয়াই জেলার তুলার শিকড় ব্লকের দিনো কোবরা এলাকা থেকে উদ্ধার হলো এক রক্তাক্ত দেহ। মৃত ব্যক্তি খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকার বাসিন্দা ও প্রাক্তন শিক্ষক জিতেন্দ্র দেবনাথের ৪২ বছরের পুত্র নারায়ণ দেবনাথ। জানা গেছে, গতকাল পর্যন্ত নারায়ণ দেবনাথকে জীবিত অবস্থায় দেখা গিয়েছিল। আজ সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। ইতোমধ্যে ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত চালিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

8/7/20251 min read

photo of white staircase
photo of white staircase

My post content