সোনামুড়ায় নৃশংস ডাকাতি: বৃদ্ধকে হত্যা, স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে, গ্রেফতার ৩og post

NEBT News Desk | আগরতলা | ৬ আগস্ট: সোনামুড়া মহকুমার মেলাঘর কলমখেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকায় সোমবার গভীর রাতে ফের এক নৃশংস ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১২ জনের এক ডাকাত দল রাতের অন্ধকারে প্রবেশ করে বৃদ্ধ শান্তিরঞ্জন দাসের (৮০) বাড়িতে। ডাকাত দল প্রথমে তাকে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যা করে এবং তার স্ত্রী নমিতা দাসকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়। জানা গেছে, বৃদ্ধ দম্পতির তিন ছেলে থাকলেও তারা কেউ সেসময় বাড়িতে ছিলেন না। এক ছেলে TSR-এ কর্মরত, অন্য দুই ছেলে আগরতলায় ব্যবসার কাজে থাকেন। ডাকাতরা বাড়িতে ঢুকে বৃদ্ধার গলা ও কানের গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে, তারা প্রতিরোধ করেন। সেই সময়েই বৃদ্ধকে হত্যা করা হয় এবং স্ত্রীকে গুরুতর জখম করা হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে সোনামুড়া থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিকসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নমিতা দাসকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই নৃশংস ঘটনার জেরে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে — যেখানে নিজের ঘরেই মানুষ সুরক্ষিত নয়! তবে পুলিশের দাবি, ইতিমধ্যে সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া এলাকা থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। জোরালো জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি ডাকাত দলের হদিস বের করে আনার চেষ্টা চলছে।

8/6/20251 min read

My post content