সোমবার সন্ধ্যা রাতে! এক নাবালিকা কন্যা'কে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের অভিযোগ
সভ্য সমাজে আবারো এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো সোমবার সন্ধ্যা রাতে! এক নাবালিকা কন্যা'কে পাড়ার দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের তুইমধু এলাকায়!! ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান,, তেলিয়ামুড়া থানা এলাকার মেলাপাথর গ্ৰামের হিরন মিয়া নামের এক যুবক তার আরেক সহযোগী একই থানা এলাকার তুইমধু গ্রামের অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে তুইমধু গ্রামের ১৭ বছর বয়সী এক নাবালিকা'কে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচুবাগানে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনই সময় সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন লোক উনার গৃহপালিত গরু খুঁজতে লিচু বাগানে যায়। তখনই ওই ১৭ বছর বয়সী নাবালিকার চিৎকার শুনে এগিয়ে দেখতে পায় উলঙ্গ অবস্থায় ওই নাবালিকা জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তখনই উনারা ঘটনাস্থলে পৌঁছাতেই দুই অভিযুক্ত যথাক্রমে হিরন এবং অন্তর ঘটনা স্থল থেকে চম্পট দেয়। পরবর্তীতে সরোজ বাবু এবং উনার সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকা'কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হয়। পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনা তদন্তে নামে। এবিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু হয়। যার মামলা নম্বর TLM P.S 66/2025। পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে। যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দেয়, ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছে,, অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে। তবে সভ্য সমাজে এ ধরনের বর্বরোচিত ঘটনায় জনমনে ছিঃ ছিঃ রব।
7/29/20251 min read


My post content